প্রিমিয়ার প্রোতে টাইটেল গ্রাফিক্স এর কাজ
প্রিমিয়ার প্রোতে টাইটেল গ্রাফিক্স এর কাজের নিয়ম জানা যাবে এই ভিডিওর মাধ্যমে।
ভিডিওটি প্লে করুন
স্বাগতম সবাইকে রবিনরাফান একাডেমীর ফ্রি অনলাইন কোর্সের ভিডিও এডিটিং টিউটোরিয়ালে
আজ শিখবো প্রিমিয়ার প্রো তে টাইটেল গ্রাফিক্স এর কাজ
টাইটেল গ্রাফিক্স দিয়ে ভিডিওতে টাইটেল , ইন্ট্রো, আউট্রো, লোয়ারথার্ড এর ডিজাইন ও লেখা হয়।
প্রথমে গ্রাফিক্স প্যানেলটি ওপেন করতে হবে। ওপেন করার জন্য মেইন মেনু থেকে উইন্ডো মেনু,
এখান থেকে এসেন্সিয়াল গ্রাফিক্সে চাপ দিতে হবে ।
প্যানেলে দেখা যাচ্ছে অনেকগুলো প্রি-মেড গ্রাফিক্স। থাম্বনেইলগুলো কাছে মাউসের পইয়েন্টার আনলে কিছু প্রিভিউ দেখাবে।
এই লোয়ার থার্ডটি এড করবো; এটার কাছে মাউসের বাটন চাপ দিয়ে টেনে টাইমলাইনের ট্রাকে ছেড়ে দিতে হবে, তাহলে গ্রাফিক্সটি এড হবে।
প্লে করে বা স্ক্রাব করলে দেখা যাবে গ্রাফিক্সটির এনিমেশন।
গ্রাফিক্সটি মডিফাই করা যায়, মডিফাই করার জন্য গ্রাফিক্স ট্রাকটি সিলেক্ট থাকা অবস্থায়; এসেন্সিয়াল গ্রাফিক্স প্যানেল থেকে এডিট এ চাপ দিতে হবে।
এখানে দেখা যাচ্ছে গ্রাফিক্সটির সব এডিটিং ডিটেইলস; তবে একেক গ্রাফিক্স টেম্পলেটের অপশন একেক রকম হয়।
এইলেখাটি পরিবর্তন করতে চাইলে; মাউসের বাটন দুইবার চাপ দিলে লেখা পরিবর্তন করা যাবে।
লেখাটির ফণ্ট পরিবর্তন করতে হলে এখান থেকে পরিবর্তন করতে হবে। এবং নিচের দিকে লেখার ডিজাইনের অন্যান্য অপশন আছে। একই নিয়মে উপড়ের এই দাগের শেপটির ও এডিট করা যাবে।
এবার আরেকটি গ্রাফিক্স এড করছি; এবার এই ইন্ট্রোটা নিচ্ছি; দেখা যাচ্ছে এই গ্রাফিক্স টেম্পেলেটের এডিট একটু আলাদা; এখান থেকে সাইজ, মুভ, অপাসিটি কমানো যাবে।
এবারে খবরের ইন্ট্রো নিচ্ছি; এটাও দেখা যাচ্ছে ভিন্ন ধরনের এডিট অপশন।
এই টেম্পলেটের লেখা পরিবর্তন করতে চাইলে এইখানে এসে লিখতে হবে।
এখান থেকে এই অবজেক্টগুলো রং পালটানো যা এই কালার পিকার এর মাধ্যমে।
আরো গ্রাফিক্স এড করে দেখছি; এই সংবাদের লোয়ার থার্ডটি এড করছি;
এই গ্রাফিক্সে দেখা যাচ্ছে আরো এক্সট্রা অপশন; এটা দিয়ে এই পৃথিবীর রোটেশন স্পীড কমানো বারানো যাবে। সাথে আরো অন্যান্য অপশন।
আরো কিছু এড করে দেখছি; এই স্কোর বোর্ড গ্রাফিক্সটি এড করে দিচ্ছি;
এইখানে দেখা অনেক অপশন; এখান থেকে প্রতিটা অপশন নিজে নিজে মডিফাই করে দেখুন।
এইভাবে এই এসেন্সিয়াল গ্রাফিক্স প্যানেল থেকে ভিডিওটে লওয়ার থার্ড, ইন্ট্রো, আউট্রো, টাইটেল দেওয়া যাবে।
এই ছিলো আজকের ভিডিওর সম্পুর্ণ ক্লাস; পরবর্তি ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন,
ধন্যবাদ।